Posts

Instagram Marketing

Image
 ★ইনস্টাগ্রাম মার্কেটিং কি? ইনস্টাগ্রামের মাধ্যমে আপনার পণ্য বা সেবাসমূহকে সঠিক পদ্ধতিতে সবার কাছে পৌঁছানোই হল ইনস্টাগ্রাম মার্কেটিং।  ★কিভাবে ইনস্টাগ্রাম মার্কেটিং করবেন? প্রথমে আপনাক সঠিক ইনফরমেশন দিয়ে একাউন্ট তৈরি করতে হবে।একাউন্ট তৈরি করার সময় নামটা সঠিকভাবে ব্যবহার করতে হবে।যেটা সবাফ কাছে পরিচিত হয়ে থাকবে। এরপর একাউন্ট টিকে পারসোনাল থেকে বিজনেস একাউন্ট এ রূপান্তরিত করে নিন।এরজন্য সেটিং এ যান,সেখান থেকে "Switch to Business Profile" এ click করুন।এখন আপনার একাউন্টটি একটি বিজনেস একাউন্ট এ পরিণত হল। ★ইনস্টাগ্রাম মার্কেটিং কেন করবেন? বর্তমানে স্যোশেল মিডিয়া গুলোর মধ্যে ফেসবুক এরপর ইনস্টাগ্রামই সবচেয়ে জনপ্রিয়। আর স্যোশেল মিডিয়া মার্কেটিং ছাড়া একটি ব্যবসায়ের গ্রোথ কল্পনাও করা যায় না।কেননা আপনার ব্যবসায়ের লক্ষ লক্ষ কাস্টমার স্যোশেল মিডিয়ারযুক্ত। এক্ষেত্রে আপনি সহজেই তাদের কাছে আপনার পণ্য সম্পর্ক জানাতে পারতেছেন। ফেসবুক অনেক বেশি ব্যবহারকারী থাকাই সঠিক গ্রাহকদের টার্গেট করেও ভালো ফলাফল পাওয়া যায় না।কিন্তু ইনস্টাগ্রামে তুলনামূলক কম ব্যবহারকারী হওয়ায় ভালো ফলাফল পাওয়া যায়।

ক্যারিয়ার এর দক্ষতা

Image
প্রতিযোগিতার বর্তমান যুগে সফল ক্যারিয়ার গড়তে দক্ষতা বা স্কিলের কোন বিকল্প নেই। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি বিশেষ কোন স্কিল থাকলে তা বেশ কাজে দেয়। তবে কিছু স্কিল প্রায় সব ক্যারিয়ারেই প্রয়োজন হয়। আসুন জেনে নেই কয়েকটি সাধারণ দক্ষতা সম্পর্কে। (১) রিপোর্ট লেখার দক্ষতা:- আপনি যে পেশাতেই থাকুন না কেন, বিভিন্ন প্রয়োজনে ও সময়ে কাজের আপনাকে রিপোর্ট লিখতে হবে। দক্ষভাবে এ কাজ করতে পারলে আপনি নিজের ও প্রতিষ্ঠানের কাজের অগ্রগতির হিসাব রাখতে পারবেন। (২)যোগাযোগের দক্ষতা:- যোগাযোগ ছাড়া কোন কাজ সম্পন্ন করা অসম্ভব। ভাষার উপর চমৎকার দক্ষতা থাকলে আপনি ক্লায়েন্ট থেকে শুরু করে নিজের প্রতিষ্ঠানের অন্যান্য কর্মীদের সাথে খুব সহজে ভালো সম্পর্ক তৈরি করতে পারবেন। আমাদের দেশে বাংলা ও ইংরেজি ভাষায় দক্ষতা চান প্রায় সব চাকরিদাতা। মৌখিক ও লিখিত – দুই ভাগের উপর নিয়মিত অনুশীলন করলে আপনিও পরিষ্কারভাবে নিজেকে অন্যদের কাছে তুলে ধরতে পারবেন। বক্তৃতা বা প্রেজেন্টেশন দেবার গুণ থাকলে তা আরো ভালো হবে আপনার জন্য। (৩)বিশ্লেষণী দক্ষতা:- নিজের কাজকে ঠিকভাবে করতে হলে এর প্রতিটা দিক সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা প্রয়োজন। এর জন্...

সফট স্কিল ডেভেলপমেন্ট

Image
 পছন্দের ক্যারিয়ারে যেতে স্কিল ডেভেলপমেন্ট গুরুত্বপূর্ণ একটি ধাপ। বিশেষ করে প্রতিযোগিতার বর্তমান যুগে যোগ্য প্রার্থী হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করা সহজ নয়। বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা যত বাড়াতে পারবেন, ততই আপনার কাজের পরিধি বাড়ানো সম্ভব হবে। নিম্নে কিছু উদাহরণ: ১.ভালো প্রেজেন্টেশন- আপনি হয়তো কোন একটা বিষয়ে মোট ১০টা পয়েন্টে কথা বলবেন। এক স্লাইডে দুই পয়েন্ট নিয়ে কথা বলা শুরু করলে আপনি শ্রোতাদের আগ্রহ খুব তাড়াতাড়ি হারাবেন। তবে গুরুত্বপূর্ণ তথ্যের ক্ষেত্রে ও যথাসম্ভব পরিষ্কার করে পয়েন্ট বোঝাতে এক পয়েন্টের জন্য আপনি চাইলে দুই বা তিন স্লাইডেও যেতে পারেন। কিন্তু ব্যাপারটা নির্ভর করছে দুইটি বিষয়ের উপর: (১)প্রেজেন্টেশনের জন্য বরাদ্দকৃত সময় (২)আপনার শ্রোতাদের জন্য তথ্যগুলো কতটা প্রাসঙ্গিক মূল কথা হলো, আপনার শ্রোতাকে এক স্লাইড থেকে একটা পয়েন্ট বা বিষয় টা সঠিক ভাবে বুঝাতে পারা। ২.গ্রাফিক্স ডিজাইনের সফটওয়ার: একটি ছবি হাজারো শব্দের চেয়ে বেশি কথা বলে। যোগাযোগের মাধ্যম হিসেবে ছবির ব্যবহার হয়ে আসছে প্রাচীনকাল থেকে। বিভিন্ন লেখনীকে পাঠকের কাছে আকর্ষণীয় করে তুলতে এর সাথে ছবির ব্যবহারের জুড়ি নেই। যারা ছবির ম...

What is Affiliate Marketing?

Image
  #এফিলিয়েট_মার্কেটিং একটি অলস রাত কাটিয়ে, কোন রকম স্বপ্ন ছাড়া। সকালে আপনি অফিসে যাওয়ার জন্য বের হন। সঠিক সময়ের মধ্যে অফিসে যেতে হবে। তা না হলে অনেক সমস্যা হবে। রাস্তাগুলি অন্য অর্ধ ঘুমন্ত যাত্রীদের সাথে জ্যাম করে। পাঁচ ঘন্টা অবধি মনের অলস ইমেলের পরে ইমেলের মাধ্যমে জব শেষ করে। আবার বাড়ি আসা এটা জীবনের জন্য বড়ই একঘেয়েমি ছাড়া আর কিছু না। #এখন_নিজেকে_দেখতে_ভয়ংকর_লাগছে ? কয়েক টাকা উপার্জনের জন্য ইঁদুরের মতো একঘেয়েমি এবং বোকা লোকদের সাথে আচরণ করার পরিবর্তে আপনি যে কোনও সময়, যে কোনও জায়গা থেকে অর্থ উপার্জন করতে পারবেন – এমনকি আপনি যখন ঘুমাচ্ছেন? তখনো আপনি আয় করতে পারবেন। জীবন যুদ্ধে আমরা প্রায় অধিকাংশ মানুষ নিজে হারিয়ে ফেলি। কিন্তু আমরা চাইলে একটু সময় দিয়ে একটু পরিশ্রম করলে আমাদের জীবন আরো সুন্দর হতে পারে। তাই বন্ধুরা আমাদের জীবনকে আরো সুন্দর করে তুলতে। যেমন খুশি, যেখানে খুশি, যেভাবে খুশি কাজ করার জন্য যে কাজটি আপনাদের করতে হবে তা হলো এফিলিয়েট মার্কেটিং। আপনি যদি এফিলিয়েট মার্কেটিং কাজ করেন, তবে আপনি আপনার ইচ্ছে মতো নিজেকে বদলাতে পারবেন। আপনি যদি অনলাইনে অর্থোপার্জন এবং একটি সফ...

Project Review

Image
প্রজেক্ট নিয়ে তো প্রতিদিন টুকটাক অনেক কথায় বলে থাকি। আজ আমাদের কথা বলি, আমরা প্রজেক্টে থেকে কি কি শিখতে পেরেছি? শিখার কিন্তু কোনো শেষ নেই। দোলনা থেকে কবর(জন্ম থেকে মৃত্যু) পর্যন্ত আমাদের অনেক কিছুই শিখতে হয়। এই প্রজেক্ট আমাকে আগে শিখিয়েছে আমি কি চাই? কেন এই প্রজেক্টে এসেছি?ভবিষ্যতে কি করবো তাও শিখিয়েছে।।আরও অনেক কিছু বাকি আছে শিখার এই প্রজেক্ট থেকে।কারন বললাম না শিখার কোনো শেষ নেই। আমাদের প্রজেক্টের দুটি অংশঃ  (১) লার্নিং & (২) আর্নিং  লার্নিং মানে শিখা বা জ্ঞান অর্জন করা। আর আর্নিং মানে অর্জন।আয় করাও বোঝানো হয়। লার্নিং এন্ড আর্নিং এই দু'টি অংশ/ অধ্যায় নিখুঁতভাবে শিখাচ্ছেন আমাদের শ্রদ্ধেয় Freelancer Rubayet  স্যার। তিনি আমাদের নতুন নতুন সব বিষয় শেখাচ্ছেন এবং বাড়ির কাজও দিচ্ছেন আবার সেগুলো আদায় করেও নিচ্ছেন। এখন বলি আমাদের বাড়ির কাজগুলো দিবার কারন কি? আমাদের যে বাড়ির কাজগুলো দেওয়া হয়, সেগুলো দায়িত্বের সাথে পালন করে আমরা প্রজেক্ট মেম্বাররা যেন নিত্যনতুন ভাবে কাজে পারদর্শী হয়ে উঠতে পারি। অনেক ধন্যবাদ স্যার।আরো অনেক কিছু শিখার আছে আপনার থেকে।

A Learning & Earning Project

Image
আসসালামু আলাইকুম আমি A Learning & Earning Project এর একজন সদস্য। এ প্রজেক্টের আওতায় আসতে পেরে আমি সত্যি অনেক আনন্দিত। এই প্রজেক্টের মাধ্যমে আমি অনেক কিছু শিখতে পারছি,জানতে পারছি এবং আমি আমার নিজস্ব গুণাবলিগুলো প্রকাশ করতে পারছি। আমাদের Learning & Earning Project এ অলরেডি আটটি ক্লাস হয়েছে। সব কিছুতেই যে ল্যাপটপ/ ডেস্কটপ প্রয়োজন তা কিন্তু নয়।হ্যা, এটা ঠিক ল্যাপটপ/ ডেস্কটপ দিয়ে আরো সহজে করা যায়।কিন্তু মোবাইল দিয়েও যে শিক্ষা যায়, কাজ করা যায় এই প্রজেক্টের মাধ্যমে তা শিখতে পেরেছি এবং মোবাইল এর বিভিন্ন আ্যাপস এর ব্যবহার শিখতে পেরেছি। এই প্রজেক্টের প্রতিদিন এর ক্লাসেই নিত্যনতুন বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং আমাদের স্টেপ বাই স্টেপ শিখানো হয়। গতকাল আমাদের ৮ম ক্লাস ছিল Lead Generation নিয়ে। এই ক্লাসের মাধ্যমে লিড জেনারেশন করতে ডাটাবেইজ এন্ট্রি এবং ডাটা এনালিসিস এর ব্যাপারে জানতে পারলাম।কিন্তু আগে সেগুলোর কিছুই বুঝতাম না।গতকালের ক্লাসটা করে পুরোপুরি শিখতে পারলাম।  অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি Freelancer Rubayet স্যারকে।আমাদের এতো সহজ ও সুন্দরভাবে বুঝিয়ে দিবার জন্য এবং বিভিন্ন বিষয়ে দিকনির্দে...

প্রজেক্ট এর গুরুত্ব

Image
 আমাদের প্রজেক্ট এর নামঃ SBF (Learning & Earning Project) এই প্রজেক্টের মূল উদ্দেশ্য হলো শেখার পাশাপাশি আয় করা।এই প্রজেক্টে মূল দায়িত্বে আছেন Rubayet Ul Karim স্যার।তিনি আমাদের গাইড করছেন। উনার তত্ত্বাবধায়নে আমরা প্রতিদিন ২ ঘন্টা করে ক্লাস পাচ্ছি। সেখানে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং লাইভ প্রাকটিক্যাল দেখানো হয় সাথে হোমওয়ার্ক দেওয়া হয় এবং সময়মত তা স্যার এর কাছে জমা দিতে হয়।  এতে আমাদের স্কিল ডেভেলপও হচ্ছে এবং ভবিষ্যতে একটা  আয়ের সুযোগও দেয়া হচ্ছে।              Like                                           Comment