প্রজেক্ট এর গুরুত্ব
আমাদের প্রজেক্ট এর নামঃ SBF (Learning & Earning Project)
এই প্রজেক্টের মূল উদ্দেশ্য হলো শেখার পাশাপাশি আয় করা।এই প্রজেক্টে মূল দায়িত্বে আছেন Rubayet Ul Karim স্যার।তিনি আমাদের গাইড করছেন। উনার তত্ত্বাবধায়নে আমরা প্রতিদিন ২ ঘন্টা করে ক্লাস পাচ্ছি।
সেখানে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং লাইভ প্রাকটিক্যাল দেখানো হয় সাথে হোমওয়ার্ক দেওয়া হয় এবং সময়মত তা স্যার এর কাছে জমা দিতে হয়।
এতে আমাদের স্কিল ডেভেলপও হচ্ছে এবং ভবিষ্যতে একটা আয়ের সুযোগও দেয়া হচ্ছে।
Comments
Post a Comment