A Learning & Earning Project
আসসালামু আলাইকুম
আমি A Learning & Earning Project এর একজন সদস্য।
এ প্রজেক্টের আওতায় আসতে পেরে আমি সত্যি অনেক আনন্দিত। এই প্রজেক্টের মাধ্যমে আমি অনেক কিছু শিখতে পারছি,জানতে পারছি এবং আমি আমার নিজস্ব গুণাবলিগুলো প্রকাশ করতে পারছি।
আমাদের Learning & Earning Project এ অলরেডি আটটি ক্লাস হয়েছে।
সব কিছুতেই যে ল্যাপটপ/ ডেস্কটপ প্রয়োজন তা কিন্তু নয়।হ্যা, এটা ঠিক ল্যাপটপ/ ডেস্কটপ দিয়ে আরো সহজে করা যায়।কিন্তু মোবাইল দিয়েও যে শিক্ষা যায়, কাজ করা যায় এই প্রজেক্টের মাধ্যমে তা শিখতে পেরেছি এবং মোবাইল এর বিভিন্ন আ্যাপস এর ব্যবহার শিখতে পেরেছি।
এই প্রজেক্টের প্রতিদিন এর ক্লাসেই নিত্যনতুন বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং আমাদের স্টেপ বাই স্টেপ শিখানো হয়।
গতকাল আমাদের ৮ম ক্লাস ছিল Lead Generation নিয়ে।
এই ক্লাসের মাধ্যমে লিড জেনারেশন করতে ডাটাবেইজ এন্ট্রি এবং ডাটা এনালিসিস এর ব্যাপারে জানতে পারলাম।কিন্তু আগে সেগুলোর কিছুই বুঝতাম না।গতকালের ক্লাসটা করে পুরোপুরি শিখতে পারলাম।
অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি Freelancer Rubayet স্যারকে।আমাদের এতো সহজ ও সুন্দরভাবে বুঝিয়ে দিবার জন্য এবং বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দিবার জন্য অনেক ধন্যবাদ স্যার আপনাকে।
Comments
Post a Comment