What is Affiliate Marketing?
#এফিলিয়েট_মার্কেটিং
একটি অলস রাত কাটিয়ে, কোন রকম স্বপ্ন ছাড়া। সকালে আপনি অফিসে যাওয়ার জন্য বের হন। সঠিক সময়ের মধ্যে অফিসে যেতে হবে। তা না হলে অনেক সমস্যা হবে। রাস্তাগুলি অন্য অর্ধ ঘুমন্ত যাত্রীদের সাথে জ্যাম করে। পাঁচ ঘন্টা অবধি মনের অলস ইমেলের পরে ইমেলের মাধ্যমে জব শেষ করে। আবার বাড়ি আসা এটা জীবনের জন্য বড়ই একঘেয়েমি ছাড়া আর কিছু না।
#এখন_নিজেকে_দেখতে_ভয়ংকর_লাগছে?
কয়েক টাকা উপার্জনের জন্য ইঁদুরের মতো একঘেয়েমি এবং বোকা লোকদের সাথে আচরণ করার পরিবর্তে আপনি যে কোনও সময়, যে কোনও জায়গা থেকে অর্থ উপার্জন করতে পারবেন – এমনকি আপনি যখন ঘুমাচ্ছেন? তখনো আপনি আয় করতে পারবেন।
জীবন যুদ্ধে আমরা প্রায় অধিকাংশ মানুষ নিজে হারিয়ে ফেলি। কিন্তু আমরা চাইলে একটু সময় দিয়ে একটু পরিশ্রম করলে আমাদের জীবন আরো সুন্দর হতে পারে।
তাই বন্ধুরা আমাদের জীবনকে আরো সুন্দর করে তুলতে। যেমন খুশি, যেখানে খুশি, যেভাবে খুশি কাজ করার জন্য যে কাজটি আপনাদের করতে হবে তা হলো এফিলিয়েট মার্কেটিং।
আপনি যদি এফিলিয়েট মার্কেটিং কাজ করেন, তবে আপনি আপনার ইচ্ছে মতো নিজেকে বদলাতে পারবেন। আপনি যদি অনলাইনে অর্থোপার্জন এবং একটি সফল অনলাইন ব্যবসা প্রতিষ্ঠা করতে আগ্রহী হন ।তবে অ্যাফিলিয়েট মার্কেটিং সম্ভবত আপনার সেরা বেষ্টগুলির মধ্যে একটি।
#এফিলিয়েট_মার্কেটিং_কি?
এফিলিয়েট মার্কেটিং এমন একটি মাধ্যম যার দ্বারা আমরা যেকোনো অনলাইন প্রোডাক্ট, সার্ভিস, ইত্যাদি ওয়েবসাইট, ব্লগ, সোস্যাল মিডিয়া পেইজ এর মাধ্যমে প্রোমোট করা।
আর ওই প্রোমোটকৃত প্রোডাক্টটি যখন কেউ কিনবে, তখন তা থেকে আপনাকে কমিশন দেয়া হবে।
আরো সহজভাবে বলি, এফিলিয়েট মার্কেটিং হলো একটি বিক্রয় চালানো এবং উল্লেখযোগ্য অনলাইন আয় উপার্জনের একটি জনপ্রিয় কৌশল বা মাধ্যম। উভয় ব্র্যান্ড এবং অনুমোদিত বিপণনকারীদের জন্য অত্যন্ত উপকারী,যদি সফল হতে চান তাহলে প্রথমেই নিজের সাথে কমিটমেন্ট করতে হবে – “যে কোন মূল্যে সফল হবোই”। সাধারণ মানুষ এর চাইতে কমিটেড মানুষ দের সাফল্য অনেক গুন বেশি।
আর এই কমিটমেন্ট টি করতে হবে একদম মন থেকে, আপনাকে আপনি বলবেন – যে কোন মূল্যে আমি সফল হবোই। কমিটমেন্ট করার পর একটি প্লান করবেন – কবে থেকে কাজ শুরু করবেন, কত টাকা আপনার ইনভেস্টমেন্ট, দিনে কত ঘণ্টা কাজ করবেন, কত ঘণ্টা কাজ শিখার জন্য দিবেন, ইত্যাদি। কাজ সম্পর্কিত সকল কিছু একটি প্লান এর মধ্যে নিয়ে আসবেন, তাই সব কিছু প্রথমেই প্লান আকারে নোট করে নিবেন।
এইজন্য অবশ্যই একজন মেন্টর আর সঠিক গাইডলাইন এর প্রয়োজন।
অনেকেই যেনতেনভাবে এফিলিয়েট মার্কেটিং শুরু করেন, ফলে কাঙ্খিত সাফল্য পাওয়া তাদের জন্য দুস্কর হয়ে যায়। তবে আপনি যদি আপনার মেন্টর এর কথানুযায়ী সঠিক গাইডলাইনে এটি শুরু করতে পারেন, তবে অনেক ভাল করতে পারবেন ।
Comments
Post a Comment