Instagram Marketing

 ★ইনস্টাগ্রাম মার্কেটিং কি?

ইনস্টাগ্রামের মাধ্যমে আপনার পণ্য বা সেবাসমূহকে সঠিক পদ্ধতিতে সবার কাছে পৌঁছানোই হল ইনস্টাগ্রাম মার্কেটিং। 


★কিভাবে ইনস্টাগ্রাম মার্কেটিং করবেন?

প্রথমে আপনাক সঠিক ইনফরমেশন দিয়ে একাউন্ট তৈরি করতে হবে।একাউন্ট তৈরি করার সময় নামটা সঠিকভাবে ব্যবহার করতে হবে।যেটা সবাফ কাছে পরিচিত হয়ে থাকবে।


এরপর একাউন্ট টিকে পারসোনাল থেকে বিজনেস একাউন্ট এ রূপান্তরিত করে নিন।এরজন্য সেটিং এ যান,সেখান থেকে "Switch to Business Profile" এ click করুন।এখন আপনার একাউন্টটি একটি বিজনেস একাউন্ট এ পরিণত হল।


★ইনস্টাগ্রাম মার্কেটিং কেন করবেন?

বর্তমানে স্যোশেল মিডিয়া গুলোর মধ্যে ফেসবুক এরপর ইনস্টাগ্রামই সবচেয়ে জনপ্রিয়। আর স্যোশেল মিডিয়া মার্কেটিং ছাড়া একটি ব্যবসায়ের গ্রোথ কল্পনাও করা যায় না।কেননা আপনার ব্যবসায়ের লক্ষ লক্ষ কাস্টমার স্যোশেল মিডিয়ারযুক্ত।


এক্ষেত্রে আপনি সহজেই তাদের কাছে আপনার পণ্য সম্পর্ক জানাতে পারতেছেন। ফেসবুক অনেক বেশি ব্যবহারকারী থাকাই সঠিক গ্রাহকদের টার্গেট করেও ভালো ফলাফল পাওয়া যায় না।কিন্তু ইনস্টাগ্রামে তুলনামূলক কম ব্যবহারকারী হওয়ায় ভালো ফলাফল পাওয়া যায়।


Comments