Project Review

প্রজেক্ট নিয়ে তো প্রতিদিন টুকটাক অনেক কথায় বলে থাকি।

আজ আমাদের কথা বলি, আমরা প্রজেক্টে থেকে কি কি শিখতে পেরেছি?

শিখার কিন্তু কোনো শেষ নেই। দোলনা থেকে কবর(জন্ম থেকে মৃত্যু) পর্যন্ত আমাদের অনেক কিছুই শিখতে হয়।

এই প্রজেক্ট আমাকে আগে শিখিয়েছে আমি কি চাই? কেন এই প্রজেক্টে এসেছি?ভবিষ্যতে কি করবো তাও শিখিয়েছে।।আরও অনেক কিছু বাকি আছে শিখার এই প্রজেক্ট থেকে।কারন বললাম না শিখার কোনো শেষ নেই।

আমাদের প্রজেক্টের দুটি অংশঃ  (১) লার্নিং & (২) আর্নিং 

লার্নিং মানে শিখা বা জ্ঞান অর্জন করা। আর আর্নিং মানে অর্জন।আয় করাও বোঝানো হয়।

লার্নিং এন্ড আর্নিং এই দু'টি অংশ/ অধ্যায় নিখুঁতভাবে শিখাচ্ছেন আমাদের শ্রদ্ধেয় Freelancer Rubayet  স্যার।

তিনি আমাদের নতুন নতুন সব বিষয় শেখাচ্ছেন এবং বাড়ির কাজও দিচ্ছেন আবার সেগুলো আদায় করেও নিচ্ছেন।

এখন বলি আমাদের বাড়ির কাজগুলো দিবার কারন কি?

আমাদের যে বাড়ির কাজগুলো দেওয়া হয়, সেগুলো দায়িত্বের সাথে পালন করে আমরা প্রজেক্ট মেম্বাররা যেন নিত্যনতুন ভাবে কাজে পারদর্শী হয়ে উঠতে পারি।

অনেক ধন্যবাদ স্যার।আরো অনেক কিছু শিখার আছে আপনার থেকে।



Comments